|

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ 8:35 pm | May 09, 2023

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে নুসরাত জাহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯মে) সকাল ১০ টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান ওই গ্রামের নুরুল আমীন আকন্দের নাতনি। পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের কালান্দর গ্রামের মো. বাদল মিয়া ও শামছুন্নাহারের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে – নুসরাত জাহান গত তিন দিন আগে মা শামছুন্নাহারে সাথে নানার বাড়ি বাড়ি ধুরুয়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে নুসরাত জাহান লিচু খেতে গিয়ে হঠাৎ একটি লিচুর বিচি গলায় আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নুসরাত জাহানের নানা নুরুল আমিন আকন্দ বলেন- সকালে বাচ্চাদের সাথে খেলতে যায়। এর মধ্যে লিচু খেতে চেয়েছিল পরে লিচু দিলে একা একা বাকল ফেলে লিচু খেতে শুরু করে। হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। এতে কান্না কাটি শুরু করলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় চন্ডিপাশা ইউনিয়নের ইউপি সদস্য মো. মাহফুজুল বারী তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- শুনেছি সকালে লিচু খেতে গিয়ে বিচি আটকে শিশুটির মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির।