|

শরীয়তপুরে আসামী ছিনিয়ে নিলো মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী

প্রকাশিতঃ 7:33 pm | August 27, 2019

শরীয়তপুর ম্যাপ

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৮ আসামীকে ভ্রাম্যমাণ আদালতের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী মোস্তফার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানাযায়, ২৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদ উজ্জামান পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নড়িয়ার পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার উচ্ছেদ করতে যায়।

এসময় অবৈধ ড্রেজারসহ ১০ জনকে আটক করলে নড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের স্বামী সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা মোস্তফা শিকদার তার দল বল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ রেখে পুলিশের উপস্থতিতে ৮ জন আসামী ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায় মোস্তফা শিকদারের ছোট ভাই সুমন শিকদারকে আটক করতে পেরেছে নড়িয়া থানা পুলিশ।

আসামী ছিনিয়ে নেওয়ার বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল আখন্দ জানান, অবৈধ ড্রেজার উচ্ছেদকালে ১০ জন আসামীকে ভ্রাম্যমাণ আদালত আটক করে, পরে মোস্তফা শিকদার তাদের ছিনেয়ে নেয়। আমরা মোস্তাফার ভাইকে আটক করেছি বাকীদের আটকের চেষ্টা চলছে, মামলার প্রস্তুতি রয়েছে।