|

শরীয়তপুরে পালিত হয়নি জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিতঃ 10:30 pm | October 27, 2022

মো. মহসিন রেজা, শরীয়তপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৭ অক্টোবর ব্যাপকভাবে পালন হয়নি শরীয়তপুর জেলার কোথাও।

এর আগে ১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো সে প্রোগ্রামটি করতে পারেননি পুরো জেলার নেতারা।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর ক্ষেত্রে জেলা যুবদল নেতৃবৃন্দ প্রশাসনকে দায়ী করেছেন, তারা জানিয়েছন প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুমতি দেওয়া হয়নি এবং আগের রাত থেকেই পুলিশি তৎপরতা ছিলো ব্যাপক হারে। যার ফলে জেলার ছয়টি উপজেলার যুবদলের ইউনিট নিয়ে একসাথে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা যায়নি। তাছাড়া বিচ্ছিন্নভাবে ঘরোয়া পদ্দতিতে দু-এক জায়গায় কেক কেটেছে যুবদল নেতারা।

প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়ে জাতীয়তাবাদী জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ মোল্লাকে মুঠোফোনে একাধীকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদলের সেক্রেটারী জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে প্রশাসন অনুমতি দেয়নি, এবং যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে টার্গেট করে আওয়ামীলী যুবলীগের শোডাউন হওয়ায় আমরা প্রোগ্রাম করতে পারিনি।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে অনুমতির বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে আমাদের কাছে কেউ অনুমতি নিতে আসেনি তারা প্রোগ্রামও করেনি, অন্যেন্য সময়তো আসে। অন্য কোথাও অনুমতি চেয়েছে কিনা তা জানিনা।