ঢাকা, বাংলাদেশ, স্পেশাল বার্তা

শরীয়তপুরে লকডাউন পালনে কঠোর অবস্থানে প্রশাসন

মো. মহসিন রেজা, শরীয়তপুরঃ বাংলাদেশ সরকার ঘোষিত সারা বাংলাদেশের মতো কঠোর লকডাউন পালনে শরীয়তপুরেও মাঠে নেমেছেন প্রশাসনের কর্মকর্তারা।

১৪ এপ্রিল বুধবার থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন পালন হচ্ছে, শরীয়তপুর লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের লঞ্চ এবং বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের কোন বাস ছাড়েনি।

তবে জেলায় অভ্যন্তরে অটোগাড়ি সহ অন্যান্য যানবাহন চলাচল ছিলো কিছুটা কম, সেগুলোতে যাত্রী পরিবহন করতে দেখা গেছে কম।

লকডাউন বাস্তবায়ন করতে শরীয়তপুর জেলা প্রশাসন জানায়, শরীয়তপুর জেলায় ৬টি উপজেলায় ৭টি মোবাইল কোর্ট পরিচালনা সহ জনসাধারণের সচেতনামূলক মাইকিং করা হচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, সরকারের ঘোষণা মতে লকডাউন বাস্তবায়ন করতে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে নগরীর বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

তবে রাস্তার পাশে কাঁচা বাজারের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। সকালের দিকে রাস্তাঘাটে মানুষজন তুলনামূলক কম ছিল। সংশ্লিষ্টরা বলছেন, পেটের তাগিদেই রাস্তায় বের হয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *