|

শার্শায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিতঃ 10:40 pm | March 11, 2020

শার্শায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

সোহেল রানা, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজ মনি, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলক, পল্লী ক্লিনিকের স্বত্তাধিকারী আব্দুল হামিদ, মুক্তি ক্লিনিকের স্বত্তাধিকারী মইনূল হক মিন্টু প্রমুখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সচেতন থাকতে হবে। কারও শরীরে যদি জ্বর সর্দি, কাশি থাকে তাহলে হটলাইনে ফোন দেওয়ার অনুরোধ করেন।

আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করেছি। উপজেলা পর্যায়ে দুটি করে রেসপন্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিম করোনা প্রতিরোধ ও শনাক্তে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। কোন কিছু খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।