চট্টগ্রাম, বাংলাদেশ, লাইফস্টাইল, স্পেশাল বার্তা

লক্ষ্মীপুরে শীতে কাঁপছে ডাঙার মানুষ

স্টাফ রিপোর্টারঃ যারা নদীতে বসবাস করে তারা এ ঠান্ডার প্রকোপে কাঁপছে। দেশজুড়ে মৃত শৈত্যপ্রবাহ দাপটে যেমন জনজীবন বিপর্যয় তেমনি লক্ষ্মীপুরের উপকূলীয় মেঘনা নদীর কূলে যেসব মানতা জনগোষ্ঠী বসবাস করছে তারা এ কনকন শীতে মানবেতর জীবন-যাপন করছেন।

শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেলে সদর উপজেলার ‘মজুচৌধুরী হাট’ মেঘনা নদীর কূলে গিয়ে এমন চিত্র দেখেন আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ রুবেল হোসেন।

ডাঙায় যারা বসবাস করেন তাদের জীবন-জীবিকা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তারা মনে করেন নৌকা তাদের জীবন-সঙ্গী। তাদের ছোট-ছোট শিশু’রাও নৌকাতে খেলা-ধুলা করে। ওদের বিন্দুমাত্র ভয় নেই। অনেক শিশু আবার ওপরে এসে খেলাধুলা করে।

দুইজন নারী আক্ষেপ প্রকাশ করে বলেন, যাদের কার্ড আছে তারা বিভিন্ন সহযোগীতা পায়। এ শীতে সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন পার করতে হয় নৌকাতে। তাদের পেশা নদীতে মাছ শিকার করে জীবিকা-নির্বাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *