fbpx

|

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ন | মে ০৩, ২০২১

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনকে সিসিইউ ইউনিটে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

করোনা মিডেল এ্যাড এই বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বেগম খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের উদ্বৃতি দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি।

গত ২৭ এপ্রিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি সেখানে ৭২০৩ নম্বর কেবিনে ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা স্ট্যাবল। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে নন-কোভিড জোনে ভর্তি করা হয়েছে।

তবে সোমবার তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং সিসিইউতে নিয়ে যাওয়া হয়। তবে অক্সিজেন দেয়ার পর অবস্থা এখন অনেকটা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

দেখা হয়েছে: 104
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
আলী আরিফ সরকার রিজু
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪