উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলের বউকে নিয়ে শ্বশুর পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের কৈবর্তগাঁতী গ্রামে। এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, ১ বছর আগে কৈবর্তগাঁতী গ্রামের সাউদ আলীর ছেলে আব্দুস ছামাদের সঙ্গে শারমিনের বিয়ে হয়। গত ২৪ জানুয়ারি তিন সন্তানের জনক সাউদ আলী (৫৪) ছেলের স্ত্রী শারমিন খাতুনকে (১৮) নিয়ে পালিয়ে যান। এরপর তাদের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে মেয়ের বাবা থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকতা মো. আসলাম উদ্দিন বিশ্বাস বলেন, পুলিশ শশুর ও পুত্রবধূকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।