এক,দুই,তিন করে বোপিত স্বপ্নবীজ
তাপ বায়ু মৃত্তিকার জল কলসে।
লকলকে সীমলতায় বেয়ে উঠা
সোনালী রোদের স্বপ্ন পথিক ওরা
অনির্বেয় আকাঙ্খায় ওড়াতে
আকাশচূড়ায় ঘুরে ঘুরে
রোদসুতোয় বোনা রংধনু ঘুড়ি
অকস্মাৎ! এক মহাপ্রলয়-
ওদের নিয়ে গেল সেই
বিসুভিয়াসের দেশে
হিংস্র লাভার মরণ ছোবলে দগ্ধ
অভিলাষী স্বপ্নের কাফেলা!!
এখন, সোনালী রোদ নয়-
নয় আকাশচূড়ার রংধনু ঘুড়ি
শুধু মাঝে মাঝে কঠিন শিলার
অসংখ্য স্তর ফুঁড়ে বেরিয়ে আসে
স্বপ্ন পোড়া আগুনের ছাই-ভস্ম!!
——————–*————-
প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৮, ২০১৯

দেখা হয়েছে:
800