অনলাইন বার্তাঃ কেলি ও পলের ১৫ বছরের সংসার। বিয়ের ৭ বছর পর তারা প্রথম সন্তান ব্রুডির জন্ম দেয়। গর্ভাবস্থায় সিমফিসিস পিউবিস ডিসফাংশন নামের একটি অসুখে আক্রান্তের পর অন্তর্বেদনায় ভুগতে থাকেন কেলি। এ অসুখের পর তিনি ২২ সপ্তাহ হুইলচেয়ারে কাটান। প্রথম সন্তান জন্ম দেয়ার পর এই অবস্থার সমাধান করা উচিত ছিল কেলির। কিন্তু তিনি তা করেননি। যে কারণে এখন প্রতিনিয়ত ব্যথায় ভোগেন।
স্ত্রীর এই শারীরিক সমস্যায় দ্বিতীয় সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। তাই এক অদ্ভুত উপায় খুঁজে পেলেন স্বামী পল। সন্তান জন্মদানে বেছে নিলেন বন্ধুর স্ত্রীর গর্ভকে। খবর ডেইলি মেইল’র।
পলের বন্ধু চেশায়ারের ওয়ারিংটন শহরের বাসিন্দা মার্ক বট। একদিন মদ্যপ অবস্থায় মার্ককে নিজের দুঃখের কথা জানান পল। একটা সময় পল প্রস্তাব দেন, মার্ক যেন তার স্ত্রী কিমকে (৩৫) বুঝিয়ে তাদের দ্বিতীয় সন্তান জন্ম দেয়। প্রিয় বন্ধু বলে কথা, পলের প্রস্তাব ফেলতে পারলেন না মার্ক। দুই সন্তানের জননী তার স্ত্রী কিমও এতে সাড়া দিলেন।
কিম বলেন, আমার স্বামী তার বন্ধুর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছিলেন। পরে বাড়িতে এসে আমাকে গর্ভ ভাড়া দেয়ার কথা বলেন। আমি এতে রাজি হয়। এবং তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিই।