fbpx

|

হংকং থেকে আসা কাপড়ের চালানে দেড় লাখ মেমোরি কার্ড

প্রকাশিতঃ ৫:১৪ অপরাহ্ন | অক্টোবর ১৪, ২০২২

হংকং থেকে আসা কাপড়ের চালানে দেড় লাখ মেমোরি কার্ড

অনলাইন বার্তাঃ হংকং থেকে আসা কাপড়ের একটি বড় চালানে দেড় লাখ মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। এসব মেমোরি কার্ডের দাম প্রায় সোয়া তিন কোটি টাকা।

বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে সেগুলো জব্দের কথা জানান কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের উপপরিচালক সানজিদা খানম।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— ‘ফ্লাইবোর্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেড’ নামের কুরিয়ার সার্ভিসের চার কর্মচারী মামুন হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও কবির মিয়া।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি ‘ফেব্রিক্স’ আনার ঘোষণা দিয়ে হংকং থেকে অবৈধভাবে প্রায় সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ড এনেছিল। পরে তা কৌশলে কার্গো থেকে বের করার সময় ধরা পড়ে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

দেখা হয়েছে: 148
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!