|

রংপুরে অপসাংবাদিকতা ও মানবাধিকারের আড়ালে মাদক ব্যবসা: এলাকাবাসীর সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৮:২০ অপরাহ্ন | জানুয়ারী ১৬, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ অপসাংবাদিকতা আর কথিত মানবাধিকারের আড়ালে মাদক কারবারী সন্ত্রাসী হাসান আলী, মেরাজ আহমেদ ও এজাজ আহমেদ ওরফে রমজান গংয়ের নৈরাজ্য থেকে এলাকাবাসীকে রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে নগরীর ২৬ নং ওয়ার্ডবাসী স্থানীয় প্রায় ৩০০জন ব্যবসায়ী।

রবিবার ১৬ জানুয়ারী দুপুরে ঠিকাদার পাড়া পুরাতন বিআরটিসি বাস ডিপোতে সংবাদ সন্মেলনে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী সমিতির পক্ষে থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ষ্টেশন রোড ঠিকাদার পাড়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক।

তিনি এসময় বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঠিকাদার পাড়া মোড় ষ্টেশন রোড এলাকার বর্নচোরা মাদক কারবারী চিহ্নিত সন্ত্রাসী বহু মামলার আসামী হাসান আলী, মেরাজ ও এজাজ ওরফে রমজান গংরা বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে রডের ব্যবসায়ের আড়ালে ইয়াবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিলসহ জমজমাট মাদক ব্যবসা করে আসছে।

সেই টাকার জোরে ঐ চক্রটি কখনো সাংবাদিক আবার কখনো বা মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে স্থানীয় বাসিন্দাদের কথায় কথায় নির্যাতন করে সাংবাদিকতার ভয় দেখিয়ে দমিয়ে রাখে। এব্যাপারে বেশ কয়েকটি মামলা হলেও তা অদৃশ্য শক্তির বলে হারিয়ে যায়। ফলে শুরু হয় আরো বেশী নির্যাতন। আর এরেই প্রতিবাদে এই সংবাদ সন্মেলনের আয়োজন।

সংবাদ সন্মেলন শেষে স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন জানান, সন্ত্রাসী হাসান আলী গংয়ের অপরাধের কথা বলে শেষ করা যাবে না। তিনি জানান ২০২০ সালের ১৭ নভেম্বর নুরপুরের সুজন শেখের স্ত্রী গর্ভবতী আতিকা বেগম এই সন্ত্রাসী চক্রের দ্বারা হামলার স্বীকার হয়ে তাঁর অকাল গর্ভপাতের ঘটনায় রংপুর মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন যার মামলা নম্বর ৭৮১/২০।

এছাড়াও তিনি আরো জানান ঐ একই সালে ২৪ নভেম্বর ভাংচুর চুরি এবং ধারালো অস্ত্র দ্বারা গুরুত্বর জখম করে ব্যবসায়ী শেখ ফরিদ কে ঐ চক্রের সন্ত্রাসী বাহিনীরা। পরে নুর আলম বাদী হয়ে ২৭ জুন ২০২১ ইং সালে মেট্রোকোতয়ালী থানায় সন্ত্রাসী চক্রের সেই অন্যতম হোতা হাসান আলী, মেরাজ ও এজাজ গংদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের হয়। তার পরেও থেমে নেই এই চক্রের নানান হুমকি।

তিনি আরো জানান সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপকর্মের হোতা এই চক্রটি ভুইফোর সাংবাদিকতা এবং কথিত মানবাধিকার সংস্থার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনের সস্তা সহানুভুতি আদায়ের পায়তারা করছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপসহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সেই সাথে জেলা প্রশাসন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রশাসন কে ঐ প্রতারক চক্রের অপকর্মের নিবিড় তদন্ত করে চিহ্নিত অপরাধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় বাসিন্দারা আহব্বান জানিয়েছে নচেৎ ভবিষতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সংবাদ সন্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 175
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪