|

অসহায়দের পাশে বিএনপি নেতা সাজু

প্রকাশিতঃ ১২:৪৮ অপরাহ্ন | মে ০৬, ২০২০

অসহায়দের পাশে বিএনপি নেতা সাজু

মোঃ আমিন হোসাইন,মিরপুর : করোনা মহামারিতে কর্মহীন খেটে খাওয়া মানুষ। এসব মানুষের পাশে রাজনীতিবিদ থেকে শুরু করে বিত্তবানরা অনেকে এগিয়ে এসেছেন। এই ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে ঢাকা-১৪ আসনের অসহায় সাধারণ মানুষ ও কষ্টে থাকা নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু।

দারুস সালাম থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এ সিদ্দিক সাজু একাদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থী ছিলেন। মিরপুরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র এস এ খালেকের ছেলে সাজু মঙ্গলবারও নিজ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।যতদিন মানুষ কষ্টে থাকবে ততদিন পাশে থাকার ঘোষণা দিয়েছেন এই তরুণ বিএনপি নেতা।

রাজধানীর দারুস সালাম, শাহ আলী ও মিরপুর থানার গাবতলী ৯ নম্বর ওয়ার্ড, লালকুঠি মাজার রোড ১০ নম্বর ওয়ার্ড, মিরপুর শাহ আলী মাজার শরীফ সংলগ্ন রাস্তা, উত্তর বিশিল, মনি সিনেমার মোড়, মিরপুর সেকশন ২ এবং ৬ এলাকায় এর আগে কয়েকহাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ দারুস সালাম থানা বিএনপির ৯ ও ১০ নং ওয়ার্ডের কর্মীদের মাঝে চলমান কর্মসুচীর মধ্যবর্তী ধাপে এস এ সিদ্দিক সাজুর সহযোগিতায় শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি হাজী মাসুদ খান, দারুস সালাম বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মৃধা, থানা যুবদল সভাপতি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিবেদককে বিএনপি নেতা সাজু জানান, সাধ্যমতো এলাকার দিনমজুর, ছিন্নমূল মানুষদের খাবার জোগানের এই ধারা তারা অব্যাহত রাখবেন। এস এ সিদ্দিক সাজু শুধু করোনা নয়, এরআগেও যে কোনো উৎসব পার্বনে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসংখ্য মামলা নিয়েও তিনি দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে বিএনপির টিকিটে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সাজুর বাবা এস এ খালেক। এরপর ৮৬ ও ৮৮ সালে এরশাদের শাসনামলে পরপর দুবার সংসদ নির্বাচিত হন তিনি। এই দুই নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনি জাতীয় পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন দলটির কেন্দ্রীয় নেতা এস এ খালেক।

দেখা হয়েছে: 493
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪