|

ত্রিশালে অসহায় বিধবাকে ঘর নির্মাণে বাধা

প্রকাশিতঃ ৮:৪৬ অপরাহ্ন | অগাস্ট ০৫, ২০২২

ত্রিশালে অসহায় বিধবাকে ঘর নির্মাণে বাধা

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে এক অসহায় বিধবা মহিলাকে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের সিংরাইল এলাকায় বিধবা সাফিয়া খাতুন তার তার স্বামীর পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ কাজ শুরু করেন।

এক পর্যায়ে মকবুল হোসেন , ইলিয়াস, ইমন ,লিমন গংরা ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করেন। সাফিয়া খাতুন জানান, তাদের নিজ জমিতে ৮০% পাকা ঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়। অর্থের অভাবে এক বছর কাজ বন্ধ থাকার পর পুনরায় ইট বালি এনে কাজ শুরু করার মুহূর্তে মকবুল হোসেনের লোকজন ঘর নির্মাণে বাধা সৃষ্টি করে।

ত্রিশাল থানার অভিযোগ সূত্রে জানা যায় , উল্লেখিত বিবাদীরা কাঠ ও বাশের লাঠি দিয়া বিধবা মহিলাসহ তাদের পরিবারের লোকজনকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

সাফিয়া খাতুন বলেন মকবুল হোসেন গংরা আমার পরিবারের লোকজনকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ত্রিশাল থানার সেকেন্ড অফিসার মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেখা হয়েছে: 134
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪