|

আজ সিরাজগঞ্জের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১২:০৯ পূর্বাহ্ন | অগাস্ট ০৫, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের সয়দাবাদের ডুয়েল-ফুয়েল ২২৫ মেগাওয়াট দ্বিতীয় বিদ্যুৎ প্লান্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আজ রবিবার সকাল সাড়ে ১১টায়। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরাসরি দেখানো হবে। এতে নর্থপাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তা, জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসক কামরুননাহার সিদ্দিকা জানান, রবিবার প্রধানমন্ত্রী দ্বিতীয় প্লান্টের ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি উদ্বোধন করবেন। এ লক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্লান্ট ম্যানেজার (প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ জানান, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতায় সরকার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদে ডুয়েল-ফুয়েল ১১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন চারটি বিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয়।

এর মধ্যে ২০১৫ সালে গ্যাস ব্যবহার করে প্রথম প্লান্ট ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি চালু হয়। আর দ্বিতীয় প্লান্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে উৎপাদনে যায়। তৃতীয় প্লান্ট ১৫০ মেগাওয়াট চলতি মাসের ১ তারিখ থেকে উৎপাদনে যায়।

তিনটি প্লান্টের মধ্যে রবিবার প্রধানমন্ত্রী দ্বিতীয় প্লান্ট ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি উদ্বোধন করবেন। বর্তমানে তিনটি প্লান্ট থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর পুরোপুরি চারটি প্লান্ট চালু হলে প্রায় ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

দেখা হয়েছে: 697
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪