|

আটোয়ারীতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু পরীক্ষার্থী ২১৭১

প্রকাশিতঃ ৯:০৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০২০

আটোয়ারীতে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু পরীক্ষার্থী ২১৭১

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা নিয়ে এসএসসি এবং কুরআন মাজিদ ও তাজবীদ বিষয় নিয়ে দাখিল পরীক্ষা নকল ও কোলাহলমুক্ত পরিবেশে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৩টি কেন্দ্রে এসএসসি ও এসএসসি ভোকেশনাল এবং একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় এসএসসি ১ জন ও দাখিলের ২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

নির্ভরযোগ্য সুত্রমতে, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (কেন্দ্রঃ আটোয়ারী-এ- ৮৬৪) মোট পরীক্ষার্থী ভোকেশনাল সহ ৭৭৫ জন। সচিবের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম এবং ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুসফিকুর রহমান।

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়(কেন্দ্রঃ আটোয়ারী-বি- ৮৬৫ )মোট পরীক্ষার্থী ভোকেশনাল সহ ৭৫৬ জন। এ কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নসিবুল হক।

ইউএনও’র প্রতিনিধি হিসেবে কেন্দ্রে দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। মির্জাপুর উচ্চ বিদ্যালয় ( কেন্দ্রঃ আটোয়ারী: সি- ৮৬৬) মোট পরীক্ষার্থী ৩১০ জন। এ কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্টপাধ্যায় এবং ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।

একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র আটোয়ারী নেছারিয়া ছালেহিয়া দাখিল মাদরাসা ( কেন্দ্র কোড: ৪২৯) মোট পরীক্ষার্থী ৩৩০ জন। দাখিল পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন মির্জা মাওলানা আজিমউদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান।

এ কেন্দ্র ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ চন্দ্র রায়। কেন্দ্র সচিবগণ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কোন সুযোগ নাই। পরীক্ষার প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসন পরীক্ষার সাথে সংশ্লিষ্টদের সার্বিকভাবে সতর্ক করেছেন।

দেখা হয়েছে: 420
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪