|

আটোয়ারীতে করোনা ভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী

প্রকাশিতঃ ৮:২৮ অপরাহ্ন | মার্চ ২৭, ২০২০

আটোয়ারীতে করোনা ভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস সংক্রমন ( কোভিট-১৯) ঠেকাতে মাঠে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

শুক্রবার ( ২৭মার্চ) সকালে সশস্ত্র বহিনীর দলটি আটোয়ারীতে এসে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সাথে পৃথক পৃথকভাবে দেখা করেন এবং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসনের কর্মসুচিতে সহযোগিতা করার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজ থেকে আটোয়ারী উপজেলায় সেনা টহল শুরু হয়েছে। সার কীটনাশক,কাঁচা বাজার, ও ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নির্দেশ মোতাবেক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এঅবস্থায় রাস্তায়, বাজারে অপ্রয়োজনে বের হলেই শাস্তির আওতায় নিয়ে আসা সহ প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাহী অফিসার। উপজেলা পরিষদ চেয়ারম্যান সেনাবাহিনীদের সাথে করোনা ভাইরাস ঠেকাতে সৌজন্যমুলক আলোচনা করেন।

দেখা হয়েছে: 420
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪