|

আটোয়ারীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৩২ অপরাহ্ন | জানুয়ারী ১৩, ২০২১

আটোয়ারীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে খাদ্যের নিরাপদতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মুজিব বর্ষের কর্মসুচিতে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার(১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রত্যয় অনুষ্ঠিতব্য সেমিনারে নিরাপদ খাদ্য আইন,২০১৩, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিলক্ষ্য(মিশন), নিরাপদ খাদ্য কেন প্রয়োজন ?, খাদ্য ব্যবসায়ীর পালনীয় প্রশাসনিক বিষয়াবলী, খাদ্য দ্রব্য মজুদ ও সংরক্ষণ, শাক-সবজি ও ফল-মুলে ফরমালিন আতঙ্ক সম্পর্কে প্রজেক্টরে ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন।

অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, মেডিকেল অফিসার ডা. সানোয়ার হুদা সাধন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হোটেল ও রেস্টুরেন্টের মালিক , বণিক সমিতির নেতৃবৃন্দ সেমিনারে অংশ গ্রহন করেন।

দেখা হয়েছে: 301
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪