|

আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস সীমিত কর্মসুচির মাধ্যমে উদযাপন

প্রকাশিতঃ ৭:৫০ অপরাহ্ন | মার্চ ২৬, ২০২০

আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস সীমিত কর্মসুচির মাধ্যমে উদযাপন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সীমিত কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা হয়।

বিশ্বব্যাপি করোনা ভাইরাস সংক্রমন ( কোভিট-১৯) এর মহামারি আকার ধারন করার কারনে স্বাস্থ্য বিধি মেনে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ. মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী ও গণমাধ্যমকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

দেখা হয়েছে: 318
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪