|

আটোয়ারী উপজেলা বাংলাদেশের সর্বপ্রথম শতভাগ ফিস্টুলামুক্ত ঘোষনা

প্রকাশিতঃ ৭:০৩ অপরাহ্ন | ডিসেম্বর ১৯, ২০২০

আটোয়ারী উপজেলা বাংলাদেশের সর্বপ্রথম শতভাগ ফিস্টুলামুক্ত ঘোষনা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত ঘেষা আটোয়ারী উপজেলাকে বাংলাদেশের সর্ব প্রথম শতভাগ ফিস্টুলামুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প . অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক অনারম্বর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ ফজলুর রহমান আটোয়ারী উপজেলাকে বাংলাদেশের সর্বপ্রথম শতভাগ ফিস্টুলামুক্ত ঘোষনা করেন। মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ সইফুজ্জামান বিপ্লব-এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের সর্বপ্রথম আটোয়ারী উপজেলাকে শতভাগ ফিস্টুলামুক্ত ঘোষনা করায় আমরা আটোয়ারীবাসী গর্বিত।

আটোয়ারী উপজেলাকে ফিস্টুলা মুক্ত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্ট যারা পরিশ্রম করেছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলাদেশের ইতিহাসে ফিস্টুলা নির্মূলে আটোয়ারী উপজেলা মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভাইস চোরম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ল্যাম্ব হাসপাতালের আরডিসিএম মাহাতাব লিটন, ফিস্টুলা প্রকল্পের জেলা সমন্বয়ক আশরাফুল আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যন নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

আলোচনা শেষে বেলুন উড্ডয়ন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ল্যাম্ব হাসপাতালের সংশ্লিষ্ট প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 317
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪