|

শরীয়তপুরের সেনেরচর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত-১

প্রকাশিতঃ ১:৩৫ পূর্বাহ্ন | জুন ২৯, ২০২০

নিহত

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাদবরের কান্দি গ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে গিয়ে দু-গ্রুপের সংঘর্ষে খুন হলো কিশোর রিয়াজ।

২৭ জুন শনিবার বিকেলে মাথায় গুলি লেগে খুন হন লিটন মাদবরের ছেলে রিয়াজ মাদবর (১৭)।

স্থানীয় আওয়ামীলীগের দু-পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাদবরের কান্দি গ্রামে পূর্বে থেকেই প্রভাব বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছিল। সেই আধিপত্য বিস্তার ধরে রেখে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়াতে শনিবার বিকেলে লিটন মাদবর ও মন্টু বেপারীর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এ সময় লিটন মাদবরের ছেলে রিয়াজ মাদবরের মাথায় শট গানের গুলি লাগে পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্র জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার মন্টু বেপারীর গ্রুপের নেতৃত্বদানকারী মন্টু বেপারী, হারুন বেপারী, ফারুক সরদার, লিমন বেপারীসহ আরো অনেকে মিলে রিয়াজের উপর হামলা চালায় এতে রিয়াজ নিহত হয়।

হত্যার বিষয়টি স্বীকার করে গ্রুপ নেতা মন্টু বেপারী জানান, দু-পক্ষের মধ্যেই গোলাগুলি হয় কার গুলিতে ছেলেটি মারা গেছে তা বলতে পারিনা। আরেক গ্রুপ নেতা লিটন মাদবর তার ছেলে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, রিয়াজ হত্যার ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 520
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪