|

ময়মনসিংহে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিতঃ ৩:৫৩ অপরাহ্ন | মে ২৯, ২০১৮

ময়মনসিংহে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ
বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর (এডমিন এন্ড অপারেশনস্) মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার) বলেছেন, অনেক ত্যাগ, সাধনা ও রক্তের বিনিময়ে আমরা লাল-সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি। পেয়েছি স্বাধীন রাষ্ট্র, পেয়েছি বাংলা ভাষা। দেশটি স্বাধীন না হলে, পাক হানাদার বাহিনী পরাজিত না হলে শান্তি মিশনে আমাদের স্থান হতো না।

বাংলাদেশ পুলিশ বাহিনী ইতিমধ্যে বহিঃবিশ্বে স্থান করে নিয়েছে। ইহা আমাদের গৌরবের বিষয়। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের আয়োজনে আজ ২৯ মে মঙ্গলবার সকালে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার) ।

তিনি বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও সকলের প্রচেষ্টার ফলে দেশ থেকে ইতিমধ্যে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রধান মন্ত্রী যুদ্ধ ঘোষনা করেছেন এই যুদ্ধ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ্ আমরা এই যুদ্ধে জয়ী হবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনুরোদ্ধ, শেরপুর পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম গণি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল হক খোকা, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা প্রশাসক, ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

স্বাগত বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে শান্তিরক্ষী দিবস র‌্যালীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর (এডমিন এন্ড অপারেশনস্) মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার)।

দেখা হয়েছে: 724
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪