|

ইট না দেওয়ায় লক্ষ্মীপুরে বৃদ্ধকে আ.লীগ নেতা মারধর

প্রকাশিতঃ ৪:৪৬ অপরাহ্ন | মে ২১, ২০১৯

ইট না দেওয়ায় লক্ষ্মীপুরে বৃদ্ধকে আ.লীগ নেতা মারধর

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মো. মোস্তফা (৭০) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মানিকের বিরুদ্ধে। ইট ধার না দেওয়ায় সোমবার (২০ মে) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনদধর্মপুরের বাড়িতে বৃদ্ধকে মারধর করা হয়।

জানা গেছে, জহির উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বৃদ্ধের প্রতিবেশী।

ভূক্তভোগীর পরিবার সূত্র জানা যায়, নতুন ঘর নির্মাণ করার জন্য বাড়িতে ইট এনে রেখেছে তারা। ঘটনার সময় জহিরের স্ত্রী রৌশন আক্তার এসে তাদের কাছ থেকে ২ হাজার ইট ধার চান। ইট দিতে অস্বীকার করায় জহির এসে মোস্তফাকে মারধর করে। তার চিৎকারে আশপাশেল লোকজন এগিয়ে এলে জহির চলে যায়। ঘটনাটি তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলুকে জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মানিক বলেন, আমার স্ত্রী মোস্তফার কাছে ১৭ হাজার টাকা পাবে। টাকার পরিবর্তে তাকে দুই হাজার ইট দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। তবে তাকে মারধরের ঘটনা সত্য নয়।

দেখা হয়েছে: 580
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪