|

ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিতঃ ৮:০৬ অপরাহ্ন | মার্চ ২৭, ২০২১

ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের গৌরবউজ্জল পথচলার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ছাত্রসমাজ সভাপতি আতিকুর রহমান সুজনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক নিলয় হাসান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুষার, উপজেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র সমাজের সভাপতি এইচ এম সারোয়ার প্রমূখ।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য মাহফুজুর রহমান, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহব্বায়ক সারোয়ার্দী সুজন, পৌর জাতীয় যুব সংহতির সভাপতি মাজেদুল হক মামুন, সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান টিপু, জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি পলাশ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, জাতীয় তরুণ পার্টির আহব্বায়ক তানভীর হোসাইন খান রাজিব, সদস্য সচিব ফয়সাল আহমেদ প্রমূখ।
পরে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্র সমাজ সভাপতি আতিকুর রহমান সুজন জানান, ১৯৮৩ সালের আজকের এ দিনে প্রথমে নতুন বাংলা ছাত্র সমাজ নামে এ সংগঠনের যাত্রা শুরু হয়। এতে আহ্বায়ক নিযুক্ত হয়েছিলেন রফিকুল হক হাফিজ। পরে ১৯৮৪ সালে এর পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সভাপতি এবং শেখ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নিযুক্ত হন। সে সময় সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় জাতীয় ছাত্র সমাজ। প্রতিষ্ঠার পর তৎকালীন শাকসগোষ্ঠীর প্রত্যক্ষ ছত্রছায়ায় জাতীয় ছাত্র সমাজ সারাদেশে শক্তিশালী সংগঠনে রূপ নেয়। সে সময় ছাত্রদল ও ছাত্রলীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতাই ছাত্র সমাজে যোগ দেন।

দেখা হয়েছে: 516
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪