|

ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫০ পরিবার

প্রকাশিতঃ ৪:০৮ অপরাহ্ন | জানুয়ারী ২৩, ২০২১

ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫০ পরিবার

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ সারা দেশের ন্যায় মুজিব বর্ষে প্রথম ধাপে জমিসহ নতুন ঘর পাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার। শনিবার সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম ওই ৫০টি ঘর হস্তান্তর করেন।

জানা যায়, মুজিব বর্ষের উপহার হিসেবে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫০টি ভূমিহনি ও গৃহহীন পরিবারের কাছে খাসভূমি বন্দ্যোবস্ত দিয়ে তার দলিল হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরগঞ্জ ইউনিয়নে ১৩টি, সোহাগী ইউনিয়নে ১৩টি, সরিষা ইউনিয়নে ৮টি, আঠারবাড়ী ইউনিয়নে ২টি, উচাখিলা ইউনিয়নে ৯টি ও বড়হিত ইউনিয়নে ৫টিসহ মোট ৫০টি ঘর বুঝিয়ে দেয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১লক্ষ ৭১ হাজার টাকা, উপজেলার ৫০টি গৃহহীন পরিবার ২ শতাংশ খাস জমির বন্দোবস্তসহ ২কক্ষ বিশিষ্ট সেমিপাকা, ইটের দেওয়াল, ক্রংক্রিটের মেঝে রঙিন টিনের ছাউনি নিয়ে এসব ঘরে ২টি শয়নকক্ষ। ১টি খোলা বারান্দা, ১টি রান্না ঘর, ১টি শৌচাগার রয়েছে।

ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক (রাজস্ব), উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

দেখা হয়েছে: 815
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪