|

ঈশ্বরগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

প্রকাশিতঃ ১০:৪৫ অপরাহ্ন | জানুয়ারী ১৬, ২০২৩

ঈশ্বরগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সোমবার দুপুরে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে সারা শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি মুক্তিযোদ্ধা বিজয়-৭১ মোড়ে আসলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়।

এসময় পুলিশের সাথে নেতা কর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

দেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ কে এম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্বে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, এমডি রাকিবুল আলম রতন, সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আল মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূঁইয়া উজ্জল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ কষ্টে আছে। তার মধ্যেও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। বিদ্যুতে মুল্য বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়ে বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশারাফ আলী বলেন, বিক্ষোভ মিছিলের নামে বিএনপির নেতা কর্মীরা জ্বালাও পুড়াও ও ভাংচুর করে থাকে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে মিছিলটি বন্ধ করে দেয়া হয়।

দেখা হয়েছে: 100
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪