|

করোনা পরিস্থিতিতে বাল্যবিয়ে, কনের মাকে জরিমানা

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | এপ্রিল ১০, ২০২০

বাল্য

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে সৃষ্ট অঘোষিত লকডাউনের মধ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বিয়ে বন্ধ করে কনের মাকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।

শুক্রবার বেলা ১১টার দিকে বালিয়াকান্দির সীমান্তবর্তী দুর্গাবতী তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। কনে বালিয়াকান্দি সরকারি বালিকা বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ছাত্রী।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম যুগান্তরকে বলেন, আমার কাছে খবর আসে করোনা পরিস্থিতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে এক স্কুলছাত্রীকে আয়োজন করে বিয়ে দেয়া হচ্ছে। তৎক্ষণাৎ পুলিশের সহযোগিতা নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যাই। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করাসহ মেয়ের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়ের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে দেয়া হয়েছে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 344
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪