|

ছাগল বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ৩:২২ অপরাহ্ন | জুন ১৩, ২০২০

ছাগল বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহর কালীগঞ্জ উপজলার দলতপুর গ্রাম ছাগল বিক্রির ৩’শ টাকার জন্য আমিরুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম দলতপুর গ্রামর জবদ বিশ্বাসর ছেলে।

দলতপুর গ্রামর সামছুল হাসন নামর একজন জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে আমিরুলক কুপিয় জখম করে শাহিন তাকে উদ্ধার কর কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লক্সর জরুরি বিভাগর চিকিৎসক ডা. আহসান হাবিব জানান, মাথা, বুক ও পিঠ প্রায় ৭/৮ টি কুপিয়ে জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতাল আনার পর তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রাম কয়কদিন ঝামলা হচ্ছিল। বহস্পতিবার ছাগল বিক্রির ৩ হাজার টাকা পরিশাধও করা হয়। মাত্র ৩’শ টাকার জন্য শাহিন আমিরুলকে কুপিয়ে হত্যা করে।

দেখা হয়েছে: 417
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪