|

ক্যান্সার রুখতে অতিরিক্ত সিগারেট খাওয়ার পরামর্শ!

প্রকাশিতঃ ৬:২০ অপরাহ্ন | মে ১০, ২০১৮

ক্যান্সার রুখতে অতিরিক্ত সিগারেট খাওয়ার পরামর্শ!

অনলাইন বার্তাঃ

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে। এটা সবাই জানে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি ধূমপানে নাকি ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়! সম্প্রতি এক গবেষক এমন তথ্যই দিয়েছেন।

ক্যান্সার এড়াতে একজন গবেষক সিগারেট খাওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, তামাক গাছ নাকি ক্যান্সারের সবচেয়ে বড় শত্রু৷ তাই ক্যান্সার রোধে সিগারেট খাওয়াই ভাল।

এ ব্যাপারে লাট্রোব বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. মার্ক হুলেটের দাবি, এনওডি১ ক্যান্সার কোষের ছড়িয়ে পরা রুখতে পারে৷ এগুলি প্যাথোজেন মেরে ফেলতে সক্ষম৷ এনএডি১ নিজেই ক্যান্সার কোষ খুঁজে পাশের সুস্থ কোষকে অক্ষুন্ন রেখে ক্যান্সার কোষ নষ্ট করে দেয়৷ তবে এখনও ক্যান্সার কোষের উপর অনেক প্রয়োগ মূলক পরীক্ষা বাকি রয়েছে৷

সিগারেট খেলে হতে পারে ফুসফুসে ক্যান্সার, এ কথা বেশ কিছু ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটেই লেখা থাকে। এই অবস্থায় একদল গবেষক বলছেন, ক্যান্সার রুখতে চাইলে বেশি বেশি সিগারেট খান!

না, সরাসরি সিগারেট খাওয়ার কথা বলেননি গবেষকরা, তবে পরোক্ষভাবে তামাক জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। ই-লাইফ নামের এক জার্নালে প্রকাশিত এক আর্টিকেলে ওই পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাদের ভাষ্য, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে একটি শক্তিশালী অস্ত্র হতে পারে তামাক!

ওই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষক মার্ক হুলেট। তার দাবি, ক্যান্সারের সবচেয়ে বড় শত্রু হলো তামাক। আর সেই কারণে ক্যান্সার রুখতে আরও বেশি করে তামাক জাতীয় দ্রব্য খাওয়া উচিত।

হুলেটের ভাষ্য, তামাক খেলে ক্যান্সারের বিস্তার থমকে যায়। কারণ, তামাকের মধ্যে রয়েছে ক্যান্সাররোধী একটি উপাদান, এনএডি-১। আর ওই এনএডি-১-ই ক্যান্সার আক্রান্ত কোষের ছড়িয়ে পড়া রুখে দেয়।

ই-লাইফে প্রকাশিত আর্টিকেলে বলা হয়েছে, তামাকের এনএডি-১ ক্যান্সার আক্রান্ত কোষ খুঁজে নিয়ে তাকে ধ্বংস করে দেয়। আর সেটা করতে গিয়ে সুস্থ কোষগুলোকে সুস্থ রেখেই যাবতীয় কাজ করে।

উল্লেখ্য, বিশ্ববিখ্যাত প্রায় সব গবেষকদের মতে, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে মৃত্যু ঘটায়। কারণ, সিগারেটে মেশানো যৌগের বেশিরভাগই ক্ষতিকর।

দেখা হয়েছে: 1241
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪