|

গঙ্গাচড়ায় ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজের মাটি সরে চলাচলে প্রতিবন্ধকতা

প্রকাশিতঃ ১২:৫২ পূর্বাহ্ন | জুলাই ১৪, ২০২০

গঙ্গাচড়ায় ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজের মাটি সরে চলাচলে প্রতিবন্ধকতা

গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাল্লারহাটে অবস্হিত ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হলেও ব্রিজটি দিয়ে হালকা যানবাহন ও লোকজন চলাচল করতো। গত দুই দিনে ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজটির মোখার একপাশের মাঠিতে ফাঁটল ধরে একাংশ ধ্বসে গেছে। ব্রিজের অন্য পাশেও ফাঁটল ধরেছে খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় বালির বস্তা ফেলে মেরামতের চেষ্টা চলছে।

সোমবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু ভাঙ্গনকৃত ব্রিজ পরিদর্শন করে স্হানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন সরকার সহ বিষয়টি গঙ্গাচড়ার ইউএনও অফিসে জানান।

গঙ্গাচড়ার ইউএনওর নির্দেশে তাৎক্ষণিক নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ব্রিজটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেন।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী এসডি নাজমুস হোসেন শাকিব উপস্থিত ছিলেন। জরুরী ভিত্তিতে বালুর ব্যাগ ফেলে সাইটিং এর মাধ্যমে ব্রিজের মেরামত কাজ চলছে ইতিমধ্যে ৪০০ বালুর ব্যাগ নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ভারী যানবাহন আপাদত চলাচল তিন-চারদিন বন্ধ থাকবে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে মেরামত কাজের তদারকি করছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার, এসআই আরিফ, ফজলুল আজিম (নজিব), বিশিষ্ট সমাজসেবক বুলবুল হোসেন ও জাতীয় পার্টি ওয়ার্ড সেক্রেটারি মাহবুবুল আলম প্রমূখ।

দেখা হয়েছে: 441
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪