|

গঙ্গাচড়ায় ধান ক্রয়ে লটারী ড্র অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১১:২৯ অপরাহ্ন | মে ২১, ২০১৯

গঙ্গাচড়ায় ধান ক্রয়ে লটারী ড্র অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় সরকারি মূল্যে ধান ক্রয়ে মঙ্গলবার লটারী অনুষ্ঠিত হয়। অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাজু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম।

এ সময় বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু, গজঘন্টা ইউপি চেয়ারম্যান ডা. আজিজুল ইসলাম, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদাম কর্মকর্তা রায়হান কবির, এমপি’র প্রতিনিধি আবুল কালাম আজাদ, সুজাউদ্দৌল্লা সাগর, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ২৭টি ব্লকে ৫৬ হাজার ৮৪৫ জন কৃষি ধারীর বিপরীতে ৬৮৬ জন কৃষকের মধ্যে ৩৪৩ টন ধান ক্রয় করা হবে। প্রত্যেক কৃষক ৫০০ কেজি ধান সরকারি খাদ্য গুদামে ২৬ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। উপজেলায় ১০ হাজার ৭’শ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদিত হয়েছে। উল্লেখ্য, ৩ ঘন্টা ধরে লটারী কার্যক্রম পরিচালিত হয়।

দেখা হয়েছে: 487
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪