|

গঙ্গাচড়ায় বর্ন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ৫:৪৭ অপরাহ্ন | অক্টোবর ২৩, ২০২১

গঙ্গাচড়ায় বর্ন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সবুজ মিয়া নিজস্ব প্রতিবেদক রংপুর: আকস্মিক ভাবে ভারতের উজান থেকে আসা পানিতে তিস্তা নদী তীরবর্তী রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট, আবাদি জমিসহ ধান, আলু, শাকসবজি ও অন্যান্য ফসলের ক্ষেত। পানি কমে গেলেও এখন দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।

এমন অবস্থায় তিস্তা পাড়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার সংকট। আর এসব তিস্তা নদীর তীরবর্তী এলাকার বন্যার্তদের পাশে দাড়িয়েছে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের বাগেরহাট ও শঙ্করদহ এলাকায় প্রায় পাঁচ শতাধিক বন্যার্তদের মাঝে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করে জেলা ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মন, প্রচার সম্পাদক লতিফা শওকত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম কল্লোল, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম লিউ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিব প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুর,গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুরুজ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি,উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক সাজেদুল ইসলাম লুলু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এখলাস হোসেন লিটন, সাধারন সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার হোসেন নয়ন, সাধারন সম্পাদক জিএম শাহাজালালসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খাবার বিতরণ শেষে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মেদ বলেন,বর্ন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো দিশেহারা হয়ে পরেছে তাদের খবর শুনে রংপুর ১ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব রেজাউল করিম রাজু দলীয় নেতা-কর্মীদের দ্রুত ব্যাবস্হা নিতে নির্দেশনা দেন।

তার ব্যাক্তিগত তহবিল থেকে বর্ন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হলো। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি এলাকার বিত্তশালীদের বর্ন্যার কবলে পড়া অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে আহ্বান জানান।

দেখা হয়েছে: 225
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪