|

গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সভাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১:০৫ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ০২, ২০২২

সবুজ মিয়া, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা,বড়বিল ও বেতগাড়ী ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গুম, খুন, নির্যাতন, দলীয় নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলারপ্রত্যাহরসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, ইভিএম বাতিল ও ত্বত্ত্বাধাবয়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গত শনিবার, রবিবার ও সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল উপজেলার ইউনিয়নগুলোর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিশিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির যুগ্নসম্পাদক আইয়ুব আলী, চাঁদ সরকার, সদস্য মিজানূর রহমান লুলু, জেলা মৎসজীবি দলের আহবায়ক রজব আলী সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন,সদস্য সচিব শাহী ন আলম সোনা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রঞ্জু, জাসাস সভাপতি বাবু, কৃষকদলের আহবায়ক এমদাদুল গনি লিটন, ছাত্রদলের আহবায়ক তিতাস, মৎসজীবি দলের আহবায়ক কাচু প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, সিনিয়র সহসভাপতি মীর কাশেম মিঠু, সহসভাপতি নওশা, মওলা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হুদা, যুগ্নসম্পাদক রোকন, মাবুদ, জেলা ছাত্রদলের সভাপতি মিদুল, সহসাধারণ সম্পাদক গাজী, আশিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

দেখা হয়েছে: 119
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪