|

গঙ্গাচড়ায় বিদ‍্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিতঃ ৮:১৪ অপরাহ্ন | মার্চ ১৫, ২০২১

গঙ্গাচড়ায় বিদ‍্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় বৈদ্যুতিক লাইন সংস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৫ বছরের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিক তফিজুল ইসলাম (বাহাদুর) উপজেলার মর্নেয়া ইউনিয়নের চৌদ্দ এলাকার মজিবর রহমানের প্ত্রু।

ঘটনাটি সোমবার সকাল ১০টার সময় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মরিয়ম ছিল্লানির মাজার এলাকায় ঘটে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতিসহ উদ্ধর্তন কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, কোলকোন্দ ইউনিয়নের ক্লিনিকপাড়া হতে গঙ্গাচড়া সদর পযর্ন্ত দেড় মাস ধরে বৈদ্যুতিক পুরাতন খুঁটি ও তার পরিবর্তনের কাজ করে আসছে বগুড়ার নাহার কন্সট্রাকশন নামক ঠিকাদার প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে লাইনের কাজ করার জন‍্য বাহাদুর পিলারে উঠলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হয়ে খুঁটিতে ঝুলে থাকে। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থল থেকে বাহাদুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাহাদুরের সাথে কাজ করা শ্রমিক মিজানুর রহমান জানান, আমরা ১৫ জনের একটি দল প্রায় দেড় মাস ধরে খুঁটি ও তার লাগানোর কাজ করে আসছি। উপরের কাজ শেষ হওয়ায় অফিস থেকে লাইন শাটডাউন দিয়ে কাজ করার অনুমতি না থাকায় আমরা লাইন চালু অবস্থায় শুধু মাত্র ব‍্যারেল ফেলে কাজ করছি। সে জানায় অসাবধানতাবশত নিউটল মনে করে ফেজ এ হাত পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।

তবে গঙ্গাচড়া পল্লী বিদ্যুতের এ জি এম প্রমোদ কুমার জানান, মিজানুরের অভিযোগ সত্যি নয়। আমরা অফিস থেকে লাইন শাটডাউন দেয়া যাবেনা কখনই বলিনি। সম্পূর্ণ অসাবধানতায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান ঘটনাটি মর্মান্তিক। ইউডি মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 391
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪