|

গঙ্গাচড়ার গজঘন্টায় থামছে না মাদক ব্যবসা

প্রকাশিতঃ ৭:২৫ অপরাহ্ন | জুন ১৩, ২০২১

গঙ্গাচড়ার গজঘন্টায় থামছে না মাদক ব্যবসা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নে থামছে না মাদক ব্যবসা। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরণ করলেও তারা জামিনে মুক্তি পেয়ে আবারো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের গজঘন্টা বাজার, দোলাপাড়া, ওমর, কাগজিপাড়া, গাওছিয়ার বাজার, আলেমার বাজারসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক কারবারিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত মাদক ব্যবসা ও সেবন চলছে। পুলিশের কঠোর নজর দারি না থাকায় মাদক কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

গজঘন্টা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, আগের তুলনায় কিছুটা মাদকের থাবা কমেছে। তবে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকলে আরো কমে যাবে।

গঙ্গাচড়া মডেল থানার এস আই শাহনেওয়াজ বলেন, গাওছিয়া বাজারে মাদকের প্রভাব কমেছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, মাদক কারবারি ও সেবনকারিদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দেখা হয়েছে: 301
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪