|

গোপালগঞ্জে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

প্রকাশিতঃ ১১:৫১ অপরাহ্ন | মে ১৯, ২০১৯

গোপালগঞ্জে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড ত্বরাম্বিত ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় অবস্থিত ৪০টি দফতরের সমন্বয়ে গঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা সিভিল সার্জন ডা. তরুন মন্ডল, গোপালগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নাজমুল হাসান, কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক মাহমুদ আলী খন্দকার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, জেলা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশল মো. আখতারুজ্জামান, জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা শিক্ষা প্রকৌশলশ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক মিয়া।

আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ড-এর প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম, কোটালীপাড়া বার্পাড-এর প্রতিনিধি মাসুদ মোল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাসলিমা আলী, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. মাঈন উদ্দিন, কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান, জেলা এন.এস.আই.’র উপ-পরিচালক এস.এম. নোমানুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি অঞ্জন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা শেখ আকরাম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর, জেলা আঞ্চলিক পাসপোর্ট দফতরের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ডা. মো. অনিসুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ-এর সহকারী পরিচালক শামীম হাসান প্রমুখ।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন, মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় রয়েছে এগুলো দ্রæত গোপালগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় নেয়ার দাবি জানান।

ভাঙ্গারহাট এলজিইডি’র কর্তৃক নির্মিত খাদ্য গুদামটি ইতোমধ্যেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যেকোন সময় তা ভেঙে জানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছে, তাই পরিত্যক্ত ওই ভবনটি দ্রæত অপসারণের দাবি জানান তিনি।

দেখা হয়েছে: 437
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪