|

গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল ভাইস চেয়ারম্যান সোহেল ও সালমা

প্রকাশিতঃ ৯:৩১ অপরাহ্ন | এপ্রিল ০১, ২০১৯

গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল ভাইস চেয়ারম্যান সোহেল ও সালমা

আরিফ আহমেদ, গৌরীপুরঃ ময়মনসিংহ গৌরীপুরে ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান দোয়াত কলম প্রতীকে ৩৭ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছ্বাসেবক লীগের সভাপতি সোহেল রানা পালকি প্রতীকে ২৩ হাজার ৩১৪ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার রুবি প্রজাপতি প্রতীকে ২৯ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ উপজেলা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার সোমা যাদব রবিবার (৩১ মার্চ) রাত ১২টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান- উপজেলার ৮৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৯৫ জন। তার মধ্যে কাস্টিং হয়েছে প্রায় ৪০% ভোট।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের জানান, অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি।

এ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহাম্মদ খান সেলভী মটর সাইকেল প্রতীকে পান ২৬ হাজার ৬৪৪ ভোট, আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকে পান ২৪ হাজার ৮৪ ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান কিরন আনারস প্রতীকে পান ১৩ হাজার ৪৭২ ভোট এবং পিপলস পার্টির শফিউল ইসলাম আম প্রতীকে পান মাত্র ১৭৫ ভোট।



ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক তালা প্রতীকে ১৬ হাজার ৬৩ ভোট, জহিরুল হুদা লিটন আইসক্রিম প্রতীকে ১১ হাজার ৭৬৮ ভোট, মতিউর রহমান ওরফে রফিক বোকাইনগরী চশমা প্রতীকে ১০ হাজার ৯৩৯ ভোট, মো. রেজাউল করিম মাইক প্রতীকে ১০ হাজার ৮৪১ ভোট, আবু সাঈদ মো. ফারুকুজ্জামান টিয়া পাখি প্রতীকে ৯ হাজার ৫৮৩ ভোট, আবু সাদেক খন্দকার গ্যাস সিলিন্ডার প্রতীকে ২ হাজার ৬১৩ ভোট, মুজিবুর রহমান টিউবওয়েল প্রতীকে ২ হাজার ৩৬ ভোট, কাজল মিয়া বৈদ্যুতিক বাল্প প্রতীকে ৩ হাজার ৪২৭ ভোট, মো. কামাল হোসেন উড়োজাহাজ প্রতীকে ৪ হাজার ৩ ভোট, এড. রুবেল মিয়া বই প্রতীকে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইসলাম ডলি হাঁস প্রতীকে ২৩ হাজার ১৪৫ ভোট, তাসলিমা আক্তার কলি কলস প্রতীকে ২০ হাজার ৮১৪, মোছা. আঙ্গুরা আক্তার ফুটবল প্রতীকে ১৩ হাজার ৩৬৩ ভোট ও মোছা. নূর জাহান বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৯৮ ভোট পেয়েছেন।

দেখা হয়েছে: 588
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪