|

গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ন | এপ্রিল ১৮, ২০২১

গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ করেছে একটি বাড়ি একটি খামার প্রকল্প।
উপজেলার মাওহা ইউনিয়নের ৩৫ জন ভিক্ষুককে ১০ হাজার টাকা করে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করতে রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় এ ঋণ বিতরণ করা হয়।

৩৫ জন ভিক্ষুক জনপ্রতি ২ হাজার ৪শত টাকা সঞ্চয়ের বিপরীতে তাদের এক বছর মেয়াদী ১০ হাজার টাকা ঋণ দিয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প।

ইউনিয়নের লোনাপাড়া গ্রামের মৃত আতর আলীর স্ত্রী জবেদা খাতুন জানান- দীর্ঘদিন যাবত তিনি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পে তাদের ১০ হাজার টাকা দিয়েছে। এ টাকা দিয়ে তিনি একটি মুদির দোকান করবেন।

গৌরীপুর একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক সিফাত মানজুর শুভ জানান- সমাজসেবা কার্যালয়ের সুপারিশ ক্রমে আমরা ভিক্ষুকদের এই ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি। ঋণ গ্রহীতারা মাসিক ৯০০ টাকা কিস্তিতে ১২ মাসে এ টাকা পরিশোধ করবেন। তারা চাইলে পরবর্তীতে আরও বেশি ঋণের জন্য আবেদন করতে পারবেন।

দেখা হয়েছে: 218
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪