|

গৌরীপুরে সাংবাদিকদের সাথে অনলাইন হাট বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিতঃ ৩:০০ অপরাহ্ন | জুলাই ১২, ২০২১

গৌরীপুরে সাংবাদিকদের সাথে অনলাইন হাট বিষয়ক মতবিনিময় সভা

গৌরীপুর প্রতিনিধি, (ময়মনসিংহ) গৌরীপুরে অনলাইনে কোরবানির পশুর হাট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার রবিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ আজকের পত্রিকা গৌরীপুর প্রতিনিধি আরিফ আহম্মেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন নাজনীন সুলতানা, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আসমাউল ইকবাল মৃদূল, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর নূর খোকাসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম জানান- করোনার সংক্রমণের ঝুঁকির কারণে এবার হাট থেকে কোরবানির পশু না কিনে অনলাইন হাট থেকে কেনার জন্য ক্রেতাদের উৎসাহিত করছে সরকার। অনলাইন হাট থেকে কোরবানির পশু কিনতে সাধারণ মানুষকে উৎসাহিত করণে সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

দেখা হয়েছে: 264
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪