|

গৌরীপুর রেলওয়ে জংশনের রি-মডেলিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি নাজিম উদ্দিন

প্রকাশিতঃ ৮:০০ অপরাহ্ন | জুলাই ০৯, ২০১৮

গৌরীপুর রেলওয়ে জংশনের রি-মডেলিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি নাজিম উদ্দিন

আরিফ আহমে, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের নিউ রি-মডেলিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সোমবার (৯ জুলাই) বিকেলে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে উক্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নে এ কাজের ব্যয় ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।

বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রি-মডেলিং কাজের ঠিকাদার বাংলাদেশ বেতার শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাসার, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধূ ভুষণ দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুযেল, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, জেলা পরিষদের সদস্য এইচ.এম খায়রুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা।

গৌরীপুর রেলওয়ে জংশনের রি-মডেলিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি নাজিম উদ্দিন

রি-মডেলিং কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মালিথা ট্রেডার্সের স্বত্তাধিকারী সাইফুল আজম বাসার জানান- ৪টি প্রকল্পের মাধ্যমে গৌরীপুর জংশনের রি-মডেলিং কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে। এটি প্রথম পর্বের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজিব, এমপির ব্যক্তিগত সহকারি কামরুজ্জামান কাউছার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, কাজিমুদ্দিন, রুহি দাস আচার্য্য, আব্দুর রাজ্জাক, রুকনোজ্জামান পল্লব, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক কাশেম, কামাল হোসেন, সাবেক মেম্বার নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ আবু সাঈদ, আব্দুর রউফ মোস্তাকিম, মোকাম্মেল হক, মতিউর রহমান রফিক, রাশেদ আলমগীর, মুজিবুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষার, পৌর কাউন্সিলর দিলুয়ারা আক্তার, গৌরীপুর রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী ওয়াহেদুল ইসলাম প্রমুখ।

দেখা হয়েছে: 703
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪