|

চলছে রামগঞ্জ পৌরসভা নির্বাচন: ভোটারদের মাঝে উসৎব

প্রকাশিতঃ ৯:৩৫ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০২১

চলছে রামগঞ্জ পৌরসভা নির্বাচন: ভোটারদের মাঝে উসৎব

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এখানে ৩৬ হাজার ৪১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৪৮২ ও মহিলা ভোটার ১ হাজার ৯৯১ জন। সাধারণ ভোটারদের মাঝে উৎসব ও আনন্দের আমেজ দেখা গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ চলছে পশ্চিম আংঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ কেন্দ্রে শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে কাউন্সিলর পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কেন্দ্রে ৪ হাজার ৩৮ জন ভোটার রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রামগঞ্জে ৩য় ধাপের এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাখার প্রার্থী হিসাবে রয়েছেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন দেওয়ান।

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১নম্বর সোনাপুর ২ নম্বর বাঁশঘর-মধুপুর ও ৩নম্বর রতনপুর-আউগানখীল ওয়ার্ডে ৪ জন, ৪নম্বর কলচমা ৫নম্বর সাতারপাড়া-নন্দনপুর ৬ নম্বর ওয়ার্ড কাজিরখীলে ৫ জন, ৭নম্বর আঙ্গারপাড়া ৮নম্বর টামটা ৯নম্বর শ্রীপুর-অভিরামপুর ও পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ১নম্বর ওয়ার্ড সোনাপুর ৬ জন, ২নম্বর ওয়ার্ড বাঁশঘর ৭ জন, ৩নম্বর ওয়ার্ড রতনপুর-আউগানখীল ৫ জন, ৪নম্বর ওয়ার্ড কলচমা ৩ জন, ৫নম্বর ওয়ার্ড নন্দনপুর-সাতারপাড়া ৪ জন, ৬নম্বর ওয়ার্ড কাজিরখীল ৪ জন, ৭নম্বর ওয়ার্ড আঙ্গারপাড়া ৮ জন, ৮নম্বর ওয়ার্ড টামটা ১২ জন ও ৯নম্বর ওয়ার্ড শ্রীপুর-অভিরামপুর ও পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ৭ জনসহ ৬৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০ টি ও সাধারণ কেন্দ্র ৭টি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো, ১নম্বর ওয়ার্ডের সোনাপুর আহমদিয়া সরকারি বিদ্যালয় এবং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নম্বর ওয়ার্ডের মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নম্বর ওয়ার্ডের আউগানখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নম্বর ওয়ার্ডের কলছমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাব ও বিজিবি সদস্যরা।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির বলেন, উৎসাহ ও সুষ্ঠু ভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার অত্যান্ত উৎসাহের সাথে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য জেলা পুলিশ সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

দেখা হয়েছে: 276
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪