|

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাকৃবির ৪ ছাত্র বহিষ্কার

প্রকাশিতঃ ১২:২১ পূর্বাহ্ন | মার্চ ২৩, ২০২০

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাকৃবির ৪ ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় চার ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় অর্ডিনেন্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এ শাস্তি দেয়া হলো।

এরা হলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নাসির উদ্দিন, ভেটেরিনারি অনুষদের মোবাশ্বের হোসেন ও শামীম রেজা এবং কৃষি অনুষদের সাফায়েতুল ইসলাম।

এদের মধ্যে নাসির উদ্দিনকে আজীবন এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজহারুল ইসলাম।

তিনি আরও বলেন, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় এক ছাত্রীর পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকেন ওই চার শিক্ষার্থী। তখন ওই ছাত্রী তার পরিচিত আরেক শিক্ষার্থী হাসিবুল হাসানকে বিষয়টি জানান। হাসিবুল হাসান বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ও হল ইউনিট ছাত্রলীগের সহসভাপতি।

প্রক্টর বলেন, পরে এই চারজনের সঙ্গে হাসিবুলের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় চার শিক্ষার্থী হাতে বেধরক মারধরে শিকার হন হাসিবুল। এ ঘটনায় ওই চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

“এ ঘটনার অধিকতর তদন্ত করতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম জাকির হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।” সেই কমিটি থেকে তাদের চূড়ান্ত শাস্তি দেওয়া হয় বলে প্রক্টর জানান।

দেখা হয়েছে: 378
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪