|

জাতীয় শোক দিবস ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

প্রকাশিতঃ ১০:১৩ অপরাহ্ন | অগাস্ট ১৪, ২০১৯

জাতীয় শোক দিবস ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ধানমণ্ডি ৩২ এবং বনানী কবরস্থানে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ জনগণকে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। বঙ্গবন্ধু জাদুঘর ও বনানী কবরস্থান পুরোটাই সিসিটিভির আওতায় থাকবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ধানমণ্ডি ৩২, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে আর্চওয়ে, চেকপোস্ট থাকবে। সবাইকে তল্লাশি করে প্রবেশ করানো হবে। ধানমণ্ডি ৩২ নম্বর রোড কেন্দ্রিক সব ধরনের গাড়ি চলাচল সীমিত ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এ শোক দিবসকে কেন্দ্র করে গোটা মহানগরে বিভিন্ন কর্মসূচি থাকবে। সব অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিএমপি প্রধান বলেন, প্রতিবারই খেয়াল করি শ্রদ্ধা নিবেদনের সময় ছবি তুলতে গিয়ে অনেকেই বেশি সময় ব্যয় করে। এতে করে অন্যদের ভোগান্তি হয়, দেরি হয়। আপনার জন্য অন্যদের যাতে ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। ডিএমপি থেকে ধানমণ্ডি ৩২ কেন্দ্রিক যে ট্রাফিক নির্দেশনা দেয়া হয়েছে, সেটাও আপনারা মেনে চলবেন। কারও যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

তিনি বলেন, শোক দিবস উপলক্ষে পুরো মহানগরীজুড়ে অজস্র রাজনৈতিক সংগঠন কাঙালি ভোজ এবং দোয়া মাহফিলের আয়োজন করবে। সেখানেও আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।

জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে উদযাপণ করতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানান ডিএমপিপ্রধান।

আছাদুজ্জামান মিয়া বলেন, ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষ ও রাজনৈতিক-নেতাকর্মীরা রাসেল স্কয়ার দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পশ্চিম প্রান্ত দিয়ে বেরিয়ে যাবেন।

তিনি আরও জানান, এ এলাকা যানবাহনমুক্ত থাকবে। সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, ধানমণ্ডি ২৭ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল ও পার্কিং বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে সবাইকে হেঁটে আসতে হবে। ধানমণ্ডি লেকেও পাহারা থাকবে। সেখানে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন।

দেখা হয়েছে: 529
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪