|

টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির সময় আটক

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | জুলাই ০১, ২০২২

তানোরে টিসিবি'র পণ্য কালোবাজারে বিক্রির সময় আটক

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)”র পণ্য কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে আটক করেছে জনতা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,উপজেলার কলমা ইউনিয়নের নড়িয়াল গ্রামে।

জানা গেছে, রাজশাহী মহানগরীর মেসার্স আখির ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আখের মারা যাবার পর তার স্ত্রী সাজেদার নামে ডিলারসীপ হয়েছে। কিন্তু তার কাছে থেকে ডিলারসীপ ভাড়া নিয়েছেন মেসার্স নাহিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শওকত আলী।

এদিকে ৩০ জুন বৃহস্প্রতিবার মেসার্স নাহিদ ট্রেডার্সের কর্মচারী রজব আলী কলমা ইউপির দুশ”জন কার্ডধারী উপকারভোগীর মাঝে বিতরণের জন্য টিসিবি পণ্য নিয়ে কলমা ইউপির নড়িয়ার বাজারে যায়। কিন্তু এসব পণ্য বিতরন না করে গোপণে নড়িয়াল গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র তুষারের বাড়িতে গুদামজাত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক মোজাম্মেল এসব পণ্য কালোবাজারে কিনে তুষারের বাড়িতে জমা রাখেন। এদিকে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ আলীর নেতৃত্বে এলাকাবাসি এসব পণ্য তুষারের বাড়ি থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও’র কার্যালয়ে জমা দেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, টিসিবির পণ্য কার্ডধারী ছাড়া বাহিরে বিক্রি করা নিষেধ। সরকারের নির্দেশ অমান্য করে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে আটককৃত পণ্য গুলো জমা দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 91
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪