|

ডিমলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশিতঃ ১২:১৩ পূর্বাহ্ন | জুলাই ৩০, ২০১৯

ডিমলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ “পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি সম্মত খাবার”এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৯জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে এ সময়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী,উপজেলা আওয়ামী লীগের(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক রায়। আলোচনা শেষে শতাধিক কৃষক-কৃষানী,ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

দেখা হয়েছে: 528
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪