|

তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান মারুফ

প্রকাশিতঃ ৩:৫৪ অপরাহ্ন | মার্চ ০৮, ২০১৯

তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান মারুফ

মোঃ মামুন হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া নির্বাচনে জয়ী হয়ে তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।

রায়পুরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়মীলীগের ৯ জন মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়ে থাকলেও তাদের মধ্যে মাঠে ভাল অবস্থানে রয়েছেন মারুফ।

স্কুলজীবনেই তাঁর ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। তিনি বর্তমানে দলের বড় কোন পদে না থাকলেও স্কুলজীবন থেকে ছাত্রলীগের সাথে জড়িত থাকা দলের মধ্যে রয়েছেন শক্ত অবস্থানে।

মারুফ বলেন, আমি তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। ছাত্র ও যুব সমাজকে সংঘবদ্ধ করে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠা লক্ষে কাজ করে যাবো। উপজেলা ছাত্রলীগের সংগঠনকে শক্তিশালী করতে গিয়ে জামায়াত-বিএনপি মৃত্যু নিশ্চিত করে একাধিক হামলায় আল্লাহর রহমতে বেঁচে গিয়ে অন্দোলনে অংশ গ্রহন করেছি। কিন্তু বিনিময়ে কারো কোন ক্ষতি সাধন করিনি।



বর্তমানে নানা চাপের মধ্যেও দলীয় নেতাকর্মীদের পাশে আছি। যে কারণে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বেশ সাড়া পাচ্ছি। এলাকার ভোটারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছি খুব অল্প সময়ে। কারণ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী অনেক, আমি সহ ৯ জন প্রার্থী আছেন।

এর মধ্যে অনেকেই ভোট এলে এলাকার মানুষ তাদের চোখে দেখেন, অন্যসময় দেখা যায় না। দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমার রয়েছে সার্বক্ষণিক যোগাযোগ। তাদের সুখে-দুঃখে পাশে থাকি। নির্বাচনে জয়ী হই বা না হই মৃত্যুর আগ পর্যন্ত এলাকার মানুষের পাশেই থাকতে চাই।

ভোটে বিজয়ের বিষয় তিনি বলেন, আমি হঠাৎ রাজনীতিতে আসিনি। তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে এই পর্যায়ে এসেছি। রাজপথে থেকে বহু হামলা-মামলার শিকার হয়েছি। নেত্রী বলেছিলেন, ত্যাগী নেতাদের কাছে আমাদের দল সবচেয়ে নিরাপদ। তাই আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীরা নেত্রীর কথা চিন্তা করে আমাকেই ভোট দিবেন বলে আমি শতভাগ আশাবাদী।

প্রসঙ্গত- রায়পুর উপজেলায় ভোটার ২ লাখ ১ হাজার ৪৯২ জন। ঘোষিত তফসিল অনুযায়ী রায়পুর উপজেলায় ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

দেখা হয়েছে: 995
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪