|

তানোরে ফিল্মি-স্টাইলে জমি দখল

প্রকাশিতঃ ৫:২৬ অপরাহ্ন | অগাস্ট ১৩, ২০২২

তানোরে ফিল্মি-স্টাইলে জমি জবর দখল

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে প্রকাশ্যে দিবালোকে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র উঁচিয়ে ফিল্মি স্টাইলে নিরহ কৃষকের প্রায় ১০ বিঘা জমি জবর দখলের ঘটনা ঘটেছে।

এতে করে দিনেদুপুরে দলবেঁধে সংঘবদ্ধ হয়ে হাতে দেশীয় অস্ত্র হাঁসুয়া কুড়াল রামদা নিয়ে জমি জবরদখলের ঘটনায় এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। সেই সাথে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও উত্তেজনা। এমনকি যেকোন সময় ঘটতে পারে জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বলেও জানান স্থানীয়রা।

এমন জোরপূর্বক জমি জবরদখলের ঘটনাটি ঘটেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় হরিপুর গ্রামে। স্থানীয়রা জানান, প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভুমিকায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

জানা গেছে, কামারগাঁ ইউপির জেল নম্বর ৮১, হরিপুর মৌজায়, খতিয়ান নম্বর ৫৭, ১২৫, ১৩৪ তিন খতিয়ানে মৌজা হরিপুর জেল নং ৮১খতিয়ানে ৩ একর ৭০ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন হরিপুর গ্রামের মৃত কেফাতুল্লাহ মন্ডলের পুত্র সামসুল মন্ডল দিগর।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০ আগষ্ট বুধবার উচাডাঙ্গা গ্রামের ভুমিগ্রাসী দুরুল হুদা দেশীয় অস্ত্রে সজ্জিত লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপুর্বক জমি জবরদখল করেছে। এসময় তারা গ্রামে টহল দেন আর রাজশাহীর এক এমপির লোক পরিচয় ও স্লোগান দিয়ে অস্ত্র উঁচিয়ে রীতিমতো ত্রাস আংতক সৃষ্টি করে।

এ সময় আতংকে গ্রামবাসি এদিক-সেদিক দৌড়ে পালিয়ে যায়। তারা অস্ত্র উঁচিয়ে জমিগুলো জবরদখল করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

দেখা হয়েছে: 100
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪