|

তানোরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৩১ অপরাহ্ন | মার্চ ১৬, ২০২২

তানোরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানার আয়োজনে উপজেলার কামারগাঁ ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে বিট পুলিশিং সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬মার্চ) বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদের হলরুমে ৮ নং বিট পুলিশিং এ সভাটি অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া।

কামারগাঁ ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বরত অফিসার এসআই নেজাম উদ্দিন, এএসআই আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক খাঁন, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিনসহ মেম্বার লুৎফর রহমান তোফায়েল আহমেদ, সংরক্ষিত নারী সদস্য বেলী বেগম, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের জানমাল নিরাপত্তায় সর্বদায় নিয়োজিত পুলিশ বাহিনী। তাই তিনি জনগনের সহযোগিতা নিয়ে তানোর থানাকে অপরাধ মুক্ত মডেল থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানান তিনি।

দেখা হয়েছে: 104
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪