|

তানোর পৌর নির্বাচনে ইমরুলকে কিছুতেই মানতে পারছেন না নেতাকর্মীরা

প্রকাশিতঃ ২:২২ অপরাহ্ন | জানুয়ারী ১৭, ২০২১

তানোর পৌরসভায় নিশ্চিত নৌকা ভরাডুবি

সারোয়ার হোসেন, তানোর(রাজশাহী) প্রতিনিধি: আসন্ন ১৪ ফেব্রুয়ারী তানোর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তানোর পৌরসভায় দীর্ঘদিন ধরে জনবিচ্ছিন্ন ইমরুলকে কিছুতেই মেনে নিতে পারছেন না পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা।

তানোর পৌরসভাতে আওয়ামী লীগের দূর্দিনের নেতাদের মূল্যয়ন না করে মেয়র প্রার্থী হিসাবে জনবিচ্ছিন্ন ইমরুলকে মনোনয়ন দেয়ায় আবারো এ পৌরসভায় আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে আশংকা করছে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়াও এখনো সময় থাকতে জনবিচ্ছিন্ন ইমরুলকে বাদ দিয়ে অন্য কাউকে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা। নয়তো কিছুতেই জনবিচ্ছিন্ন নেতা ইমরুলকে তানোর পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা কেউ মেনে নিবে না।

এমনকি জনবিচ্ছিন্ন ইমরুলের পক্ষে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কেউ ভোট করতে মাঠে নামবে না। প্রয়োজনে নেতাকর্মীরা বাড়িতে গুটি মেরে বসে থাকবে তবুও কোন জনবিচ্ছিন্ন ইমরুলের জন্য ভোট করবে না তানোর পৌর আওয়ামী লীগ বলেও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন বইছে।

তানোর পৌর আওয়ামী লীগের বেশকিছু নেতা বলেন, জনবিচ্ছিন্ন ইমরুলকে আওয়ামী লীগের প্রার্থী করে বড় ভুল করেছে আওয়ামী লীগের হাইকমান্ড। জনবিচ্ছিন্ন ইমরুলকে মনোনয়ন না দিয়ে যদি স্থানীয় ত্যাগী কোন নেতাদের মনোনয়ন দিত তাও নিশ্চিত নৌকার বিজয় হত। কিন্তু একজন জনবিচ্ছিন্ন ইমরুলকে টেনে এনে আওয়ামী লীগের গুছানো মাঠে জুড়ে বসানোয় আওয়ামী লীগ ভোটের মাঠে বুঝবে যে কি ভুল করেছে জনবিচ্ছিন্ন ইমরুলকে মেয়র প্রার্থী করে। যার ফল ভোটের মাঠে হাতে নাতে পাবে আওয়ামী লীগ।

তাই সময় থাকতে জনবিচ্ছিন্ন ইমরুলকে বাদ দিয়ে আওয়ামী লীগের ত্যাগী স্থানীয় নেতাদের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। নয়তো আগামীতে আওয়ামী লীগের রাজনীতি শুরু হবে অশান্তির মধ্যে দিয়ে। তাই তানোর পৌরসভায় আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখতে হলে জনবিচ্ছিন্ন ইমরুলের পরিবর্তে তানোর পৌর আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে মনোনয়ন দিন নয়তো তানোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি প্রায় নিশ্চিত।

দেখা হয়েছে: 343
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪