|

তাহেরপুর পৌরসভার মেয়র কালামের উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ১২:২৩ অপরাহ্ন | এপ্রিল ০২, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নিজ তহবিল থেকে করোনা ভাইরাস মোকাবিলায় দুঃস্থ ও গরীব-দু:খী দুই হাজার পরিবারের মানুষদের মাঝে চাল,ডাল,আলু,তেল ও সাবান বিতারন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকাল সোয়া ১০ টার সময় প্রথমে পৌরসভার ২নং ওয়ার্ডের চকিরপাড়া অবস্থিত অডিটোরিয়ামে এক শত পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫শ’ গ্রাম তেল ও একটি সাবান দিয়ে উদ্বোধন করেন মেয়র আবুল কালাম আজাদ। পরে তিনি ১ নং-ওয়ার্ড ভাবুনপুর,৩ নং ওয়ার্ড হরিতলা ও ৪ নং ওয়ার্ড হরিফলা মহল্লায় করোনা ভাইরাস মোকাবিলায় দুঃস্থ ও গরীব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া তাহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর দারায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় মেয়র আবুল কালাম আজাদ বলেন,আজ নয় আমার তাহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও মহল্লায় গরিব দুঃখীদের মাঝে চাল ডাল আলু এবং তেল সরবরাহ করব। যাতে করে কোন মানুষ না খেয়ে কষ্ট না পান। এবং আমি নিজেই এ কাজের তদারকি করব যাতে এই কাজে কনো রকম অনিয়ম ও দুর্নীতি না হয়। এছাড়া যতদিন এই নভেল করোনা ভাইরাসের দুর্জগ দুর না হবে ততদিন এই কার্যক্রম চলবে।

দেখা হয়েছে: 418
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪